হাট রামচন্দ্রপুর (ডাংগীরপাড়া), পবা উপাজেলার ৯নং পারিলা ইউনিয়নের দক্ষিন পূর্ব পাশ্বে গভীর নলকুপ অবস্থিত। এর সুবিধা সমূহ: ১. এই গভীর নলকুপ থাকায় শুষ্ক মৌসুমে পযাপ্ত পানি পাওয়া যায়। ২. কৃষকের চাষাবাদের সময়ে পানির সমস্যা হয় না। ৩. জনসাধারনের সুবিধাতে টেপের মংযোগ দেয়া আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস