Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
৯নং পারিলা ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

প্রতিষ্ঠাকাল: ১৩৭১ বাংলা

 

পারিলা ইউনিয়ন পরিচিতি: প্রাথমিক প্রর্যায়ে ইউনিয়ন প্রধান কে পঞ্চায়েত বলা হতো। তখন প্রথম পঞ্চায়েত ছিলেন বদিউজ্জামান তালুকদার। তাঁর বাড়ী পারিলা গ্রামে ছিল। যেহেতু পারিলা গ্রাম বড় আর তখনকার দিনে স্থায়ী ইউনিয়ন কাউন্সিল ছিল না, তিনাদের বাড়ীতেই অফিস করতেন। তিনার গ্র্রামের নামের সহিত নাম রাখিয়াছেন পারিলা ইউনিয়ন বোর্ড। পরবর্তীতে পাকিস্থান সরকার বোর্ড ঘরকে ইউনিয়ন কাউন্সিল নামকরণ করেন। এরপর পারিলার নুর মোহম্মদ তালুকদার প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই সময়ে নাম পারিলা ইউনিয়ন কাউন্সিল রাখেন। পরবর্তীতে মৌ: ইব্রাহীম হোসেন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন ইউনিয়ন কাউন্সিলের স্হায়ী ঘর বা ভবন নিমাণ হওয়ার নির্দেশ হয়। নির্দেশ অনুযায়ী ভবনটি নির্মিত হয় বাংলা ১৩৭২ সালে। যেহেতু মৌ: ইব্রাহীম হোসেন তখন বতর্মান প্রেসিডেন্ট ছিলেন। তিনার বাড়ী কৈপুকুরিয়া গ্র্রামে আর তিনার বাড়ীর পার্শ্বে হাট রামচন্দ্রপুর বাজার আর ইউনিয়নের মধ্যস্হান, সেই জন্য হাট রামচন্দ্রপুরেই পারিলা ইউনিয়ন কাউন্সিল ভবন নিমার্ণ করা হয় জনগণের সুবিধাত্বে। কিন্তু আজ পর্যন্ত ইউনিয়ন কাউন্সিলের নাম পারিলা রয়ে গেছে। ১৯৭১ সালে দেশ স্বাধীনতার পর ১৯৭৩ সালে তদানিত্বন সরকার বাহাদুর ইউনিয়ন কাউন্সিলের নাম পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ করেন,অদ্যবতি ঐ নামেই চলিতেছে।  ইউনিয়ন ভবন টি ইউনিয়নের মধ্যস্হানে হাট রামচন্দ্রপুর অবস্হিত।